top of page

আমি শুদ্র, আমি মন্ত্রহীন

  • Writer: Boi Porboi
    Boi Porboi
  • Nov 15, 2021
  • 1 min read

কঙ্কর সিংহ

ree


'আমি শূদ্র আমি মন্ত্রহীন' কোন গবেষণামূলক গ্রন্থ নয়। বাংলার সংখ্যালঘু নিম্নবর্ণের কথা বলতে গিয়ে লেখক ভারীতয় ধর্ম, সাহিত্য, পুরাণ, ইতিহাস, সমকালীন সমাজ, রাজনীতি সবকিছু নিয়েই ভেবেছেন। বাংলার সংখ্যালঘু নিম্নবর্ণের জনগােষ্ঠী, লেখক যাদের বলেছেন শূদ্র, তাদের অবস্থান সমাজের কোন পর্যায়ে চলে গেছে এই গ্রন্থে তার পরিচয় পাওয়া যাবে। অনেক সামাজিক পরিবর্তনের পথ অতিক্রম করেও বৃহত্তর ভারতীয় সমাজ ব্যবস্থায় শূদ্রদের অবস্থান এখনও অমর্যাদার। বাংলাদেশে শূদ্রদের অবস্থান শুধু অমর্যাদার নয়, অসংস্কৃতও। আলােচনায় সমকালীন সমাজের সাথে রাজনীতির কথাও এসেছে। কঙ্কর সিংহের এই গ্রন্থ নিশ্চয়ই পাঠকদের নতুন করে ভাবাবে।



প্রকাশক : র‍্যাডিক্যাল ইম্প্রেশন




Comments


bottom of page