কাব্য-পরিমিতি
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
সম্পাদনা শম্ভুনাথ কর্মকার
ভারতীয় কাব্যতত্ত্বের ইতিহাসে রসবাদের প্রতিষ্ঠা একটি চমকপ্রদ ব্যাপার। রসানির নান্দনিক মূল্য স্বীকার ক'রে নিয়ে কয়েকজন আলংকারিক পৃথকভাবে ধধ্বনিবিচার করতে সচেষ্ট হয়েছেন; যৌক্তিক সামঞ্জস্যে এবং দার্শনিক সুষমায় তাঁরা কেউ কেউ সফল আবার অনেকেই ব্যর্থ। শুধুমাত্র পারিভাষিক শব্দের তালিকা তৈরি ক'রে এ-কাজে অগ্রসর হওয়া অসম্ভব। হৃদয়গত ভাব এবং বুদ্ধিগত রম্যার্থের দ্যোতনায় অভিষিক্ত কবিতার পাঠপ্রতীতির ভিন্নতা-সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকলে কাজটি আরও সহজ হয়। কবি যতীন্দ্রনাথ সেই আলোকবিম্ব ধারণার অধিকারী ছিলেন। তাই দ্রুতি ও দীপ্তির রসরহস্য-উদঘাটন থেকে শুরু ক'রে এক উজ্জ্বল সমুন্নত কাব্যবোধ তাঁর বিশ্লেষণে পরিব্যাপ্ত হয়ে আছে।বিশ শতকে বাংলা ভাষায় প্রথম অলংকারশাস্ত্র-চর্চায় মনোনিবেশ করেছিলেন যে-দুজন মনস্বী তাঁদের মধ্যে একজন অতুলচন্দ্র গুপ্ত এবং অপরজন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 'কাব্যজিজ্ঞাসা'র অব্যবহিত পরেই 'কাব্য-পরিমিতি'র প্রকাশ এক হিসাবে সাহিত্য-জগতে ঐতিহাসিক ঘটনাও বটে। কারণ এটি বাংলা ভাষায় একজন কবি-লিখিত ভারতীয়-কাব্যতত্ত্ব সম্বন্ধে একটি একক বই।
প্রকাশনা বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নিচে
Author
Shambhunath Karmakar
Publisher
Birutjatio Sahitya Sammiloni
ISBN
978-93-91736-67-5
Other Details
১৯০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, আলোচনা: ভারতীয়-কাব্যতত্ত্ব
Tag
Kabya-Parimiti


















