ঠাকুরবাড়ির বারোমাস
গবেষণা, সংকলন ও গ্রন্থনা সোমদত্তা গণ দাশ
১৭৮৪ সালে নীলমণি ঠাকুর আটচালা বেঁধে যে বাড়িটির গোড়াপত্তন করেছিলেন, উত্তরসূরীদের হাতে তা শুধু প্রাসাদোপমই হয়নি, ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ি’ নামে বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এক বটবৃক্ষের রূপ পেয়েছিল।
সে-বাড়িতে জন্ম, মৃত্যু, বিবাহ, সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধশান্তি প্রভৃতি প্রথাগত সামাজিক অনুষ্ঠানই তো শুধু নয়, প্রতিনিয়ত এমন বহু ঘটনা ঘটেছে, যার ঐতিহাসিক অপরিসীম। যেমন 'হিন্দু মেলা’—সামাজিক-সাংস্কৃতিক মিলনক্ষেত্র এই সম্মিলনীর আয়োজনে মুখ্য ভূমিকা নেন নারী-পুরুষ নির্বিশেষে ঠাকুর পরিবারের সদস্যগণ। এই বাড়ির অঙ্গনেই জন্ম হয়েছে 'তত্ত্ববোধিনী সভা', 'সখী সমিতি', 'বিচিত্রা ক্লাব'-এর মতো একাধিক সভা-সমিতির। বাড়ির বাইরেও অনুষ্ঠিত বিভিন্ন সভার মাসিক বা বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতেন পরিবারের সদস্যরা। কখনো সভাপতি, কখনো মুখ্য বক্তা—নানা ভূমিকায় অংশ নিয়েছেন দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ প্রমুখ।
একদিকে সাহিত্য সৃষ্টি, নাটক রচনা ও পরিবেশন, নিত্যনতুন সংগীত রচনা, সুরদান, বাদ্যযন্ত্রের দীক্ষা, চিত্র-চর্চা; অপরদিকে বাণিজ্যে লগ্নি, সামাজিকতা রক্ষা, ধর্ম-সংস্কার, রাজনৈতিক কাজে অংশগ্রহণ—সর্বক্ষেত্রেই অগ্রণী এ-বাড়ির সদস্যরা। এহেন একটি পরিবারের সদস্যদের জীবনের প্রতিটি দিন কর্মমুখর হওয়াই স্বাভাবিক। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন (এবং যা কিছু আপাতদৃষ্টিতে গুরুত্বহীন) খুঁটিনাটি এইসমস্ত ঘটনার অন্বেষণ করে কালানুক্রমিক ভিত্তিতে বৈশাখ থেকে চৈত্র—বাংলা বছরের বারোটি মাসে ভাগ করে ঠাকুর পরিবারের রোজনামচা লিপিবদ্ধ হয়েছে এই গ্রন্থে।
প্রকাশক : ইণ্ডিয়ানা নির্মাণ সহায়তা : প্রতিক্ষণ [] বাকি তথ্য পেজের নিচে
Research, Compilation & Composition
Somdatta Gan Das
Publisher
Indiana
ISBN
978-81-958487-7-5
Other Details
৫৯০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, আলোচনা।
Tag
Thakurbarir Baromas